দুর্গাপূজা উপলক্ষে ৭৪টি মণ্ডপকে দশ হাজার করে টাকা টাকা ও পাঁচ শতাধিক নারীকে শাড়ি উপহার দিলেন রাসিক মেয়র

1191

Published on অক্টোবর 11, 2021
  • Details Image

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজ মহানগরীর ৭৪টি পূজা মন্ডপকে ১০ হাজার করে টাকা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে নগর ভবনে পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ তুলে দিয়ে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় রাসিক মেয়র মহোদয় বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য উদাহরণ স্থাপন করেছে।

তিনি আরো বলেন, রাজশাহী শান্তির মহানগরী। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। মহানগরীতে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপকে ১০ হাজার করে টাকা প্রদান করা হলো। বিগত বছরের ন্যায় এবারো উৎসাহ উদ্বীপনায় সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপিত হবে।

এর আগে রোববার বিকেলে রাজশাহীর ধর্মসভায় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী পাঁচ শতাধিক নারীকে শাড়ি উপহার দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনে মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রোববার বিকেলে রাজশাহী ধর্মসভায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে উপহারের শাড়ি তুলে দেন মেয়র।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত