প্রধানমন্ত্রীর জন্মদিন রাউজান আওয়ামী লীগের মানবিক কর্মসূচি

751

Published on অক্টোবর 2, 2021
  • Details Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে রাউজানে সারাদিনব্যাপী বিভিন্ন মানবিক কর্মসূচিতে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী উপজেলার বিভিন্নস্থানে দুঃস্থ কৃষক ও শ্রমজীবি মানুষের মাঝে ত্রাণ, কৃষি উপকরণ, সেলাই মেশিন, হুইল চেয়ার, ভ্যান গাড়ি বিতরণ করেন।

গতকাল মঙ্গলবার এসব কর্মসূচি পালন করে পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেন্ট্রাল বয়েজ অব রাউজান। প্রতিটি কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাংসদ ফজলে করিম চৌধুরী।

পৌরসভার কর্মসূচি চলে রাউজান কলেজের ফজলুল কবির অডিটরিয়ামে। এই অনুষ্ঠান থেকে দেয়া হয় ত্রাণ, কৃষি উপকরণ, সেলাই মেশিন, হুইল চেয়ার, ভ্যান গাড়ি। এর আগে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় আয়োজন করা হয় বিশেষ দোয়া মাহফিল। উপজেলা আওয়ামীলীগের অফিসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ওহাব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, মেয়র জমির উদ্দিন পারভেজ, দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, অনোয়ারুল ইসলাম, স্বপন দাশ গুপ্ত। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যানগণ, পৌর কাউন্সিলরবৃন্দ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সমূহের নেতাকর্মীরা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত