প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রংপুর মহানগর যুবলীগের নানা কর্মসূচি পালিত

779

Published on সেপ্টেম্বর 30, 2021
  • Details Image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য কন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে, বিশেষ দোয়া ও মাদ্রাসার শিশু ও এতিম শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ ও বনজ -ভেষজ বিভন্ন ধরনের চারা বিতরণ করেছে রংপুর মহানগর যুবলীগ।

মঙ্গলবার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে রংপুর মহানগর যুবলীগের সাধারন সম্পাদক মো: মুরাদ হোসেনের নিজ উদ্যোগে রংপুরে বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

দোয়া শেষে মাদ্রাসায় অবস্থান করা এতিম শিক্ষার্থীদের উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়। দোয়া-মোনাজাতে মাননীয় প্রধানমন্ত্রী রাস্ট্রনায়ক শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

তারপর বঙ্গবন্ধুর মুরালের সামনে সাধরন জনগনের মাঝে ফলজ ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মো: মুরাদ হোসেন, আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সাগর, নিলয়, রুবেল প্রমুখ। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত