প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রংপুর মহানগর যুবলীগের নানা কর্মসূচি পালিত

895

Published on সেপ্টেম্বর 30, 2021

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য কন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে, বিশেষ দোয়া ও মাদ্রাসার শিশু ও এতিম শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ ও বনজ -ভেষজ বিভন্ন ধরনের চারা বিতরণ করেছে রংপুর মহানগর যুবলীগ।

মঙ্গলবার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে রংপুর মহানগর যুবলীগের সাধারন সম্পাদক মো: মুরাদ হোসেনের নিজ উদ্যোগে রংপুরে বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

দোয়া শেষে মাদ্রাসায় অবস্থান করা এতিম শিক্ষার্থীদের উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়। দোয়া-মোনাজাতে মাননীয় প্রধানমন্ত্রী রাস্ট্রনায়ক শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

তারপর বঙ্গবন্ধুর মুরালের সামনে সাধরন জনগনের মাঝে ফলজ ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মো: মুরাদ হোসেন, আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সাগর, নিলয়, রুবেল প্রমুখ। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত