939
Published on সেপ্টেম্বর 30, 2021জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখা।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পুরাতন সাতক্ষীরাস্থ ঐতিহ্যবাহী মায়ের বাড়ী মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় এই প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ, সদস্য এ্যাড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ রঘুজিত গুহ, সাতক্ষীরা সদর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক কৃষিবিদ কিরন্ময় সরকার, সাতক্ষীরা জেলা তাঁতী লীগের সিনিয়র সহ-সভাপতি মিলন রায়, সহ-সভাপতি জাভেদ হোসেন টিপু, জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র সরকার, পৌর তাঁতী লীগের সভাপতি মো রাশিদুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক মো সামিউল ইসলাম জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন বাপ্পী, যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক সাবেক ছাত্র নেতা মিঠুন ব্যানার্জি, সদস্য সচিব সাবেক ছাত্রনেতা রনজিত ঘোষ, যুবনেতা মিলন মন্ডল, যুবনেতা আছাফুর জামান, সাবেক ছাত্র নেতা অসীম মন্ডল, সদর যুবনেতা কর্ণ বিশ্বাস কেডি, পৌর যুবনেতা রনজিত সরকার প্রমুখ।
প্রার্থনা সভা শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়। মন্দিরের পুরোহিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বর্গীয় পরিবার এবং বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।