চুয়েটে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের আনন্দ মিছিল

887

Published on সেপ্টেম্বর 30, 2021
  • Details Image

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কেক কেটে এবং আনন্দ মিছিল করে বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

(২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) ও অধ্যাপক রেজাউল করিম, যন্ত্রকৌশল অনুষদের ডীন ড. জামাল উদ্দিন আহমেদ, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ এর ডীন কামরুল ইসলাম, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, চুয়েট এর সহকারী অধ্যাপক ও চুয়েট শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ এ, টি, এম, শাহজাহান,শিক্ষক সমিতির প্রচার ও সমাজ কল্যান সম্পাদক ও সহকারী অধ্যাপক নাহিদা সুলতানা চৈতী, মানবিক বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল ইসলাম অপু ও ভার্চুয়ালি চুয়েট ছাত্রলীগের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির পাঠাগার বিষয়ক সম্পাদক সৈয়দ ইমাম বাকের, এ ছাড়া চুয়েট ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইফফাত হক নিশান, আইন বিষয়ক সম্পাদক রাম কুমার দত্ত, উপ-সম্পাদকদ্বয়ের মধ্যে প্রিয়ম, আবির, উদয়, মুসফিক, অভি, কাব্য ও শাকিল প্রমূখ।

চুয়েট ছাত্রলীগ দপ্তর সম্পাদক ইফফাত হক নিশান এ সময় বলেন, ঘাত-প্রতিঘাত, সহস্র ষড়যন্ত্র ও মৃত্যুভয়কে উপেক্ষা করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার কর্মগুণে, যোগ্য নেতৃত্ব দিয়ে ছাত্রনেত্রী থেকে আজ বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন। সাম্প্রদায়িক জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই করে অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নসহ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে ক্লান্তিহীন চেষ্টা করে যাচ্ছেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত