প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৫ পাউন্ড কেক কাটলো ভোলা জেলা যুবলীগ নেতাকর্মীরা

1283

Published on সেপ্টেম্বর 29, 2021
  • Details Image

ভোলায় উৎসব আমেজে জমকালো আয়োজনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জম্মদিন উদযাপন করেছে আওয়ামী যুবলীগ নেতাকর্মীরা।

আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য ড: আশিকুর রহমান শান্ত'র নির্দেশনায় (২৮ সেপ্টেম্বর) ভোলা শহরের মুসলিম পাড়ায় মঙ্গলবার যুবলীগ কার্যালয়ের সামনের সড়কে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জম্মদিন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি কেক কাটা কর্মসুচী পালন করে যুবলীগ নেতাকর্মীরা। 

ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহিন, মাইনুর রহমান তুহিন মোল্লা, আরিফুর রহমান রুমন, মো: হাবিব উল্লাহ হাবু, মনিরুল ইসলামের নেতৃত্বে ৭৫ পাউন্ড ওজনের কেক কাটেন জেলা যুবলীগ নেতৃবৃন্দ। 

পরে ধারাবাহিক ভাবে জেলা স্বেচ্ছাসেবক লীগের শাখাওয়াত হোসেন রনি এবং ইসমাইল হোসেন নয়নের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ, ভোলা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আজিজ মেহরাব মোল্লা, সহ-সভাপতি মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন শান্ত'র নেতৃত্বে জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ কেক কাটেন।

এদিকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার জম্মদিন উপলক্ষ্যে গত দুদিন ধরে ব্যানার, ফেষ্টুন, ফুল, বেলুনসহ বর্নীল আলোক সজ্জায় সজ্জিত করা হয় যুবলীগের কার্যালয়। জম্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে ভোলার বিভিন্ন অঞ্চল থেকে দলীয় নেতা কর্মীরা প্রধানমন্ত্রীর ছবি অংকিত গেঞ্জি পরে ঢোল বাদ্যসহ যুবলীগ কার্যালয়ে এসে উপস্থিত হন। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত