627
Published on সেপ্টেম্বর 29, 2021প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে নাটোরের সিংড়ায় বাড়ি বাড়ি বৃক্ষরোপন করা হয়েছে। মঙ্গলবার এই ব্যতিক্রম কর্মসূচীর আয়োজন করে সিংড়া উপজেলা আওয়ামীলীগ ও পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি। আম, জাম, পেয়ারা, মেহগনী, নিম সহ বিভিন্ন ফলজ ও ঔষধি জাতের এক হাজার চারা রোপন ও বিতরণ করা হয়। শিশু-কিশোরদেরও বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হাসান ইমান, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আব্দুর রশিদ, আবু বকর সিদ্দিক, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।