1081
Published on সেপ্টেম্বর 29, 2021বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে দলীয় কার্যালয়ে আজ সকাল ১১টায় কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনায় নেতৃবৃন্দ দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বলেন, দেশ ও জাতির প্রয়োজনে বঙ্গবন্ধু কন্যার উপস্থিতি অনিবার্য। মাননীয় নেত্রীর চলার পথ মসৃণ রাখতে, নিষ্কণ্টক রাখতে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী ঐক্যবদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য এড. জিয়াউল হক সবুজের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ৯নং বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মেম্বারের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সিনিয়র আওয়ামী লীগ নেতা আলহাজ্ব নবী নেওয়াজ সরকার, সদস্য আব্দুল মোতালেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান লুতফুন্নেসা বিউটি, সদস্য এবি ছিদ্দিক, শ্রী শ্যামল সরকার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শাখাওয়াত হোসেন তালুকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আপেল মাহমুদ প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের অন্যতম যুগ্ম-আহবায়ক মো: শহীদুল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ও বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীবৃন্দ, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার প্রতিটি ইউনিয়নেও বঙ্গবন্ধু কন্যার জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক নানান আয়োজন অনুষ্ঠিত হয়।