921
Published on সেপ্টেম্বর 28, 2021বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা। টুঙ্গিপাড়ায় বাল্যশিক্ষা গ্রহণ করে ১৯৫৪ সাল ঢাকায় বসবাস শুরু করেন। ১৯৬৫ সালে মাধ্যমিক এবং ১৯৬৭ সালে (বর্তমানে ইডেন সরকারি মহিলা কলেজ) উচ্চ মাধ্যমিক পাস করে। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই শেখ হাসিনা সকল গণআন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তিনি আরো বলেন, ৭৫এর ১৫আগস্ট বঙ্গবন্ধু সহ সপরিবারে হত্যা করার পর আওয়ামী লীগ নিশ্চিহ্ন করা ও এজাতিকে চিরতরে পঙ্গু করে দেয়ার ষড়যন্ত্র করা হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে, এজাতির ভবিষ্যতের কথা চিন্তা করে বঙ্গবন্ধু কন্যা ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন। দেশের গণতন্ত্র রক্ষা, ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করা সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।
এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার পাশাপাশি দল ও সরকারের নেতৃত্বে থেকে বাংলাদেশের জন্য বড় বড় অর্জনও বয়ে এনেছেন শেখ হাসিনা। আজকের ডিজিটাল বাংলাদেশ তার নেতৃত্বেই এগিয়ে যাচ্ছে। মানুষের আর্থসামাজিক উন্নয়নে তার গৃহীত বিভিন্ন কর্মসূচি জাতীয় আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে। শুধু বাংলাদেশই নয়, আন্তর্জাতিক পরিসরেও শেখ হাসিনা একজন প্রভাবশালী নেতা হিসবে প্রতিষ্ঠিত হয়েছেন। শেখ হাসিনার মানবিক নেতৃত্ব, বাংলার দুঃখী মানুষের জীবনমান পরিবর্তন, অভাব, মঙ্গা ও দারিদ্র্যের করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করেছেন। তিনি আরো বলেন তার আধুনিক ও সময়োপযোগী নেতৃত্বের কারণেই মহামারী কালেও থেমে নেই দেশের উন্নয়ন কর্মযজ্ঞ। সততা ও সাহসিকতার সাথে মহামারী করোনা মোকাবেলা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এক কোটিরও বেশি মানুষের ঘরে নিয়মিত সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারীতে ক্ষতিগ্রস্ত প্রায় ৫০ লাখ কৃষক -শ্রমিক -মজুরের হাতে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যার মানবিক ও সুদূরপ্রসারী নেতৃত্বে অর্জন করেছেন। তিনি আরো বলেন শেখ হাসিনার নেতৃত্তের কারণেই বাঙালি জাতি আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন শেখ হাসিনা সেই বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছেন। প্রিয় নেত্রীর ৭৫ তম জন্মদিনে সুস্থ- সুন্দর জীবন ও সুদীর্ঘ পরমায়ু কামনা করে, বগুড়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
তিনি মঙ্গলবার সকাল সাড়ে ১০ ঘটিকায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মজিবর রহমান মজনু এসব কথা বলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, ডা: মকবুল হোসেন, টি জামান নিকেতা, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, একেএম আসাদুর রহমান দুলু, অ্যাড জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, সুলতান মাহমুদ খান রনি, আল-রাজী জুয়েল, মাশরাফি হিরো, আবু সুফিয়ান শফিক, খাদিজা খাতুন শেফালী, আব্দুস সালাম, শুভাশিস পোদ্দার লিটন, জুলফিকার রহমান শান্ত, রাশেদুজ্জামান রাজন, আরিফুর রহমান শাওন প্রমুখ।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, প্রদীপ কুমার রায়, এডভোকেট তবিবুর রহমান তবি, নাসরিন রহমান সীমা, শেরিন আনোয়ার জর্জিস, আনোয়ার পারভেজ রুবন, রুহুল আমিন তারিক, এসএম শাহজাহান, খালিকুজ্জামান রাজা, আবুল কাশেম ফকির, আবু সেলিম, এম এ বাসেদ, অধ্যক্ষ আহসানুল হক, তৌহিদুল করিম কল্লোল, সাইফুল ইসলাম বুলবুল, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, রোমান আজিজ রিংকি, আলমগীর হোসেন স্বপন, আলতাফুর রহমান মাসুক, কামরুল হুদা উজ্জল, ছাত্রনেতা নাইমুর রাজ্জাক তিতাস প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুস্থ- সুন্দর জীবন এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।