ঝালকাঠি জেলা আওয়ামী লীগ এর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন

789

Published on সেপ্টেম্বর 28, 2021
  • Details Image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

রাত ১২টা ১ মিনিটে শহরের টাউন হলের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে দলীয় সভানেত্রীর জন্মদিন উদযাপন করেন নেতা কর্মীরা। কেককাটা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম সুরুজ ও তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অসীম কুমার সাহা, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খান, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ছবির হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক এবং সাধারণ সম্পাদক এসএম আল আমিন। এছাড়াও জেলা, উপজেলা, শহর আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগের নেতানকর্মীরা উপস্থিত ছিলেন।

সকাল ১০ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন ঝালকাঠি ২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু, প্রধান আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব সরদার মো: শাহ আলম আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং সবশেষে উপস্থিত নেতাকর্মীদের জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করেন। এছাড়াও জোহর নামাজবাদ জেলার মসজিদ গুলোতে দু,আা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মমতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত