1128
Published on সেপ্টেম্বর 28, 2021আজ ২৮ সেপ্টেম্বর, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন। দীর্ঘ চড়াই-উতরাই পেরিয়ে ৭৪ বছর অতিক্রম করে আজ তিনি ৭৫ বছরে পা দিলেন। ১৯৪৭ সালের আজকের দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন নেছার প্রথম সন্তান শেখ হাসিনা জন্মগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা তার সংসদ ভবনের অফিসে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কেটেছেন।
সংসদ ভবন অফিসে কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নিজাম উদ্দিন খান নিলু, কেন্দ্রীয় যুবলীগের আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ও নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য কাজী সরোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম, নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বশির, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক রাজীব মজুমদার রাজু, জেলা পরিষদ সদস্য শরিফুল ইসলাম, রায়হান ফারুখী ইমাম, নড়াগাতি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হাসান,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মাফুজ, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ নেতা শাহিদুর রহমান, নড়াগাতি থানা আওয়ামী লীগ নেতা ইয়ার আলী সিকদার, জেলা ছাত্রলীগ সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, সাবেক যুবলীগ নেতা শফিকুল ইসলাম, ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আহাদুজ্জামান, নোয়াগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উত্তম সাহা, সাবেক ছাত্রনেতা এফ এম জিয়াউদ্দিন জুয়েল, লোহাগড়া উপজেলা যুবলীগ নেতা শেখ আশরাফুল আলম, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুন্সী জোসেফ হোসেন, লোহাগড়া পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ইমদাদুল হক,সাবেক ছাত্রনেতা সর্দার আরমান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সিজার,লোহাগড়া পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন রোহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা ও অন্যান্য নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও শতায়ু কামনা করেন।