রূপগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

579

Published on সেপ্টেম্বর 28, 2021
  • Details Image

নানা আয়োজনে রূপগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করা হয়েছে।

মঙ্গলবার ( ২৮ সেপ্টেম্বর) সকালে রূপগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক,এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, ভাইস চেয়ারম্যান সোহেল আহমেদ ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, সহ অনেকে। পরে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এসময় মন্ত্রীকে কেক খাওয়া দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ্জাহান ভুঁইয়া। এছাড়া রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছেন।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর। শৈশব-কৈশোর কেটেছে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দীর্ঘ যাত্রায় পার করেছেন নানা চড়াই-উতরাই। কারাভোগ করেছেন, একাধিকবার গৃহবন্দী ছিলেন। চারবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়েছেন। প্রায় তিন দশক ধরে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত