1031
Published on সেপ্টেম্বর 20, 2021পাবনা সদর পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড: তসলিম হাসান সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান মামুন’র পরিচালনায় প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। সভায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, উপদেষ্ঠা লিয়াকত আলী, বন ও পরিবেশ সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, অর্থ সম্পাদক আব্দুল হান্নান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তৌফিকুর আলম তৌফিক সহ পৌর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ।