পাবনা পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

1031

Published on সেপ্টেম্বর 20, 2021
  • Details Image

পাবনা সদর পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড: তসলিম হাসান সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান মামুন’র পরিচালনায় প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। সভায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, উপদেষ্ঠা লিয়াকত আলী, বন ও পরিবেশ সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, অর্থ সম্পাদক আব্দুল হান্নান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তৌফিকুর আলম তৌফিক সহ পৌর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। 

এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত