পাবনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

1715

Published on সেপ্টেম্বর 19, 2021
  • Details Image

পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপির পরিচালনায় অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতেই সংগঠনের বার্ষিক প্রতিবেদন দাখিল করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট শামসুল হক টুকু, পাবনা-২ আসনের সংসদ সদস্য, পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির, পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোকবুল হোসেন, পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস, পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আজিজুল হক আরজু।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, পাবনা জেলা পরিষদের সাবেক প্রশাসক এম সাইদুল হক চুন্নু, এডভোকেট বেলায়েত আলী বিল্লু, আব্দুল হামিদ মাষ্টার, বিজয় ভুষন রায়, আবুল কালাম আজাদ বাবু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ বাবু, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোশারোফ হোসেন, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান প্রমুখ।

জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা জানান, আগামী ২০ নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগেই ২০ সেপ্টেম্বর পাবনা পৌর ও ২১ সেপ্টেম্বর সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা করে সম্মেলনের তারিখ ঠিক করা হবে। তারা বলেন, জেলা আওয়ামী লীগের সম্মেলনের পূর্বে আটঘরিয়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি এবং কাউন্সিলরের তালিকা জমা দিতে হবে। যে সকল উপজেলার সম্মেলন হয়নি সেই সকল উপজেলা সম্মেলন শেষ করা হবে। ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন, ২৯ সেপ্টেম্বর ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামি মাসেও কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত