ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর দুই বইয়ের ওপর পাঠ কার্যক্রম শুরু

875

Published on সেপ্টেম্বর 7, 2021
  • Details Image

উদ্বোধন হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা দুইটি বইয়ের ওপর দুই মাসব্যাপী পাঠ কার্যক্রমের। সোমবার সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ চত্বরে ‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ শিরোনামে এ কার্যক্রমের উদ্বোধন হয়।

প্রাথমিকভাবে কলেজ ছাত্রলীগের সহযোগিতায় কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এটি শুরু হচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বই দুইটি হলো ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’। 

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফারের নির্দেশে এবং স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন ও উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের পরামর্শক্রমে পাঠ কার্যক্রমের সার্বিক পরিচালনায় ছিলেন ছাত্রলীগ নেতা মোখলেছুর রহমান হৃদয় ও সংগঠনটির নেতাকর্মীরা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত