স্বাধীনতার পরাজিত শক্ররাই ১৫ ও ২১ আগস্টের ষড়যন্ত্রকারী

794

Published on আগস্ট 30, 2021
  • Details Image

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু বলেছেন, স্বাধীনতার পরাজিত শক্ররাই এদেশে ১৫ আগস্ট ও ২১ আগস্টের ষড়যন্ত্রের মূল হোতা। বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে ও দেশকে পাকিস্তানি কায়দায় পরিচালিত করতেই ক্ষমতালোভী একটা চক্র পরিকল্পিতভাবে গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। সেদিন ভয়াবহ গ্রেনেড হামলায় শেখ হাসিনা বেঁচে গিয়েছিল। সেজন্যই বাংলাদেশ স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে।

সোমবার বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দেন মজিবুর রহমান মজনু।

তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তি, ষড়যন্ত্রকারী ও ঘাতক চক্রকে সাথে নিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে গভীর ষড়যন্ত্র চলছে। যেকোনো মূল্যে ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা রুখে দিতে নেতাকর্মীদের সব সময় সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজের পরিচালনায় উক্ত আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, অ্যাডভোকেট আমানত উল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল-রাজী জুয়েল, যুব ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো, জেলা যুবলীগের সভাপতি শুভাশিস পোদার লিটন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন রিক্তা ও জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক আনোয়ার পারভেজ রুবন, উপ-দপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা, জেলা আওয়ামী লীগের সদস্য আবু সেলিম, আব্দুল বাসেত, সাইফুল ইসলাম বুলবুল, রোমানা আজিজি রিংকি, আলমগীর হোসেন স্বপন, কামরুল হুদা উজ্জল, যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু ও তাঁতী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজন প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত