রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানকে কবর দিতে দেখেনি কেউ

878

Published on আগস্ট 28, 2021
  • Details Image

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'আমি রাঙ্গুনিয়ার মানুষ। রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নে নাকি জিয়াউর রহমানকে প্রথম কবর দেওয়া হয়েছিল। সেখানে জিয়াউর রহমানকে কবর দিতে কেউ দেখেনি, একটা বাক্স দেখেছিল মাত্র।'

শুক্রবার দুপুরে চট্টগ্রাম (উত্তর) জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে ১৫ ও ২১ আগস্টে নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, 'সেদিনকার প্রত্যক্ষদর্শী পোমরা ইউনিয়নের চেয়ারম্যান কুতুব উদ্দিন আমাকে জানিয়েছেন, তারা জিয়াকে দেখেননি। সে সময়ের আরও অনেকেই জীবিত আছেন। তারা কেউই জিয়াউর রহমানের লাশ দেখেন নাই। এমনকি খালেদা জিয়া, তারেক জিয়া, বিচারপতি সাত্তারও দেখেন নাই। জ্বিন কিংবা ভূতে দেখেছে কিনা আমি জানি না।'

তিনি বলেন, 'সম্পূর্ণ মিথ্যা এবং অসত্যের ওপর বিএনপির রাজনীতি দাঁড়িয়ে আছে। কিন্তু মিথ্যা ও অসত্যের ওপর রাজনীতি করে বেশিদিন ঠিকে থাকা যায় না, এটিই ইতিহাসের শিক্ষা।'

মন্ত্রী আরও বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সত্য কথা বলেছেন- চন্দ্র্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কোনো লাশ নেই।'

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, 'বিএনপি নেতারা ক্রমাগতভাবে বঙ্গবন্ধুর ভূমিকাকে অস্বীকার করে আসছেন। একজন খলনায়ককে নায়ক বানানোর অপচেষ্টা চালাচ্ছেন তারা। প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের তথাকথিত কবরে গিয়ে আবার তারা মারামারি করেন।'

তিনি বলেন,'ছাত্রলীগের নেতাকর্মীদের রাজনীতির পাশাপাশি লেখাপড়া সঠিকভাবে চালিয়ে যেতে হবে। আমাদের নেত্রী শেখ হাসিনা লেখাপড়াকে গুরুত্ব দেন। রাজনীতি হচ্ছে একটি ব্রত। দেশ এবং সমাজ পরিবর্তনের জন্য তা মাথায় রাখতে হবে। যে কোনো ত্যাগ স্বীকারে সবসময় প্রস্তুত থাকতে হবে। রাজনীতি করতে গিয়ে যাতে পড়াশোনার ক্ষতি না হয় সে ব্যপারে খেয়াল রাখতে হবে।'

চট্টগ্রাম (উত্তর) জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম,  সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা স্বজন কুমার তালুকদার, দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, শাহজাহান সিকদার, নজরুল ইসলাম তালুকদার, ইদ্রিছ আজগর, গিয়াস উদ্দিন, ইফতেখার হোসেন বাবুল, আকতার হোসেন খান, শফিকুল ইসলাম প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত