১৫ আগস্টে শহীদদের প্রতি আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপকমিটির শ্রদ্ধা নিবেদন

859

Published on আগস্ট 15, 2021
  • Details Image

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপকমিটি।

রবিবার (১৫ আগস্ট) দুপুরে দলের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি'র নেতৃত্বে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান উপকমিটির সদস্যরা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর দুপুর ১২.৪৫ এ বনানী কবরস্থানে ১৫ আগস্টে নিহত জাতির পিতার পরিবারের অন্যান্য সদস্যদের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ রাজীব পারভেজ, এস এম সাইফুল্লাহ্ আল মামুন, ড. কানিজ আকলিমা সুলতানা, এস এম জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান নীলু, শেখ সেলিম রেজা, এ্যাডভোকেট নাভানা আক্তার, মোঃ ফয়েজ উল্লাহ, তসলিম উদ্দিন রানা, এম সদরুল আহমেদ খান, ড. শেখ মোঃ জাহাঙ্গীর আলম বুলবুল, মোহাম্মদ নুরুল আমিন ফকির সাগর, আমিন হেলালী, মোঃ মিনহাজ উদ্দিন সোহাগ, এম এ রাজ্জাক খান রাজ, এম হক বাবু, মোঃ আকতার হোছাইন মিন্টুসহ অন্যান্য সদস্যবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত