1269
Published on জুলাই 13, 2021করোনায় আক্রান্তদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দলীয় নেতৃবৃন্দকে সাধ্যমত অসহায় মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন৷ সেইলক্ষ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সর্বদা অসহায় মানুষের পাশে থাকছেন।
রাজশাহীতে দিন দিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে৷ সীমান্তের পার্শ্ববর্তী জেলা হওয়ায় রাজশাহীতে ব্যাপকহারে করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে৷ করোনায় আক্রান্ত ব্যক্তিদেরকে সঙ্গরোধে থাকতে হচ্ছে ফলে কোন পরিবারের কর্তাব্যক্তি করোনাই আক্রান্ত হলে সেই পরিবার বিপর্যস্ত হয়ে যাচ্ছে। সেসমস্ত পরিবারের বাড়ির দৌড়গোড়ায় স্বশরীরে উপস্থিত হয়ে বিশেষ ফুড প্যাকেজ ( চাল, মুরগী, ডিম, মালটা, আপেল, বেদানা, আম, দুধ, চিনি, চা, কলা, পেয়ারা, লেবু, লটকন ইত্যাদি) পৌঁছে দিচ্ছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাধ্যমে তাদের স্ব স্ব এলাকায় এরুপ করোনায় আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।
গত মাস থেকে রাজশাহীতে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আক্রান্তের সংখ্যা বহুগুণে বেড়েছে। উল্লেখ্য, গত ৩০ দিনে প্রায় ৩৫০ জন করোনায় আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে বাড়িতে এই বিশেষ ফুড প্যাকেজ পৌঁছে দেন ডাবলু সরকার।