1530
Published on জুলাই 8, 2021অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের নির্দেশ দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক অনির্ধারিত বৈঠকে শেখ হাসিনার এ নির্দেশনার কথা জানান দলের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
লকডাউনে কারও যেন খাদ্যের কষ্ট না হয় সে জন্য দলের সব নেতাকে স্বাস্থ্যবিধি মেনে ত্রাণ নিয়ে তৎপর হওয়ার কথা বলেন নানক। তিনি বলেন, করোনাকালেও শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। মানুষের জীবিকার চেয়ে জীবনের মূল্যকে বেশি প্রাধান্য দিয়ে অনেক পরিকল্পনা শেষে লকডাউন দিয়েছে সরকার। একই সঙ্গে অসহায় ও দরিদ্র মানুষের সহায়তার জন্য সরকারিভাবে অনুদান ঘোষণা করা হয়েছে। দলীয়ভাবে আওয়ামী লীগকে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে মানুষের পাশের থাকতে হবে।
এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাহাবুদ্দিন ফরাজি উপস্থিত ছিলেন।