942
Published on জুন 23, 2021পাবনায় ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন পাবনা জেলা আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি সহ দলের নেতাকর্মীরা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, পাবনা সদর ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা আওয়ামীলীগ নেতা ইদ্রিস বিশ্বাস,সাংস্কৃতিক সম্পাদক শ্রী প্রলয় চাকী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন,সহ সভাপতি টেগার ,অর্থ সম্পাদক হিরোক হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন পাবনা পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড তসলিম হাসান সুমন,সাধারন সম্পাদক শাহজাহান মামুন,জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক নিহার আফরোজ জলি, জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমান শহিদ,সাধারন সম্পাদক তৌফিকুল আলম,শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলী, জেলা যুব মহিলা লীগের সভাপতি আরেফা খানম শেফালী,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমদ শরীফ ডাবলু, সাধারন সম্পাদক রুহুল আমিন, পাবনা পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান রকি, পাবনা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান সহ পাবনা জেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।