উন্নয়নমুখী বাজেটকে স্বাগত জানিয়ে সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আনন্দ মিছিল

761

Published on জুন 5, 2021
  • Details Image

সক্ষমতা ও উন্নয়নবান্ধব বাজেটে সন্তোষ প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দেশের ৫০তম এই বাজেটকে ‘জীবন ও জীবিকা বাঁচানোর আত্মনির্ভরশীল বাজেট’ উল্লেখ করেছে দলটির সিনিয়র নেতারা। বলেছেন, সঙ্কটকালীন সময় জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে একটি বাস্তবভিত্তিক সময়োপযোগী বাজেট দিয়েছে সরকার। ইতোমধ্যে এই বাজেটকে ‘গণমুখী, উন্নয়নমুখী ও জনবান্ধব’ আখ্যা দিয়ে বৃহস্পতিবার রাজধানীতে আনন্দ মিছিল ও শোভাযাত্রাও করেছে দলটির মহানগর ও সহযোগী সংগঠনগুলো।

সংসদ অধিবেশন থেকে বেরিয়ে বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি। ৬ লাখ কোটি টাকার জনবান্ধব ও উন্নয়নবান্ধব একটি বাজেট। জীবন ও জীবিকার প্রাধান্য দিয়ে দেশের সকল মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে এটি একটি বাস্তবভিত্তিক, সঙ্কটকালীন সময়োপযোগী বাজেট।

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক তার প্রতিক্রিয়ায় বলেন, এই বাজেট সময়োপযোগী ও জনকল্যাণমুখী। এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে যে অগ্রসর হচ্ছি তাতে সহায়ক হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারের মাধ্যমে যে ওয়াদা করেছিলেন, এই বাজেট সেই ওয়াদা বাস্তবায়নের অংশ। এই বাজেটে দেশের ধনী, গরিব মধ্যবিত্ত সবাই উপকৃত হবেন।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ তার প্রতিক্রিয়ায় বলেন, আমরা গত একটিবছর করোনা মহামারীর কারণে সারাবিশ্বে অর্থনীতি যখন বিপর্যস্ত, সেই করোনা মহামারীর ঘাতকে কাটিয়ে আমাদের অর্থনীতিকে আরও বেগবান, আরও সচল করার জন্য এই বাজেট পেশ করা হয়েছে। তিনি বলেন, আমরা মনে করি- এই বাজেটটা অত্যন্ত ভাল, গণমুখী এবং জনবান্ধব বাজেট। এই বাজেট অত্যন্ত চ্যালেঞ্জিং বাজেটও।

অপর যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রতিক্রিয়ায় বলেন, আমি জানি বিএনপির পক্ষ থেকে বলে দেয়া হয়েছে বা হবে বাজেট কাল্পনিক ও বাস্তবায়নযোগ্য না। এটি গত সাড়ে ১২ বছর ধরেই শুনে আসছি। কিন্তু প্রতিবারই দেখা গেছে বাজেট বাস্তবায়নের হার ৯৫ শতাংশের বেশি। এই করোনা মাহামারীর সময়ও চ্যালেঞ্জ মোকাবেলা করে বাজেট বাস্তবায়নে সক্ষম হয়েছি। আমাদের রফতানি আয় ও রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে। অনেকেই অনেক কথা বলবে। শঙ্কা ও আশঙ্কার কথা বলেন। সেগুলো ভুল ও মিথ্যা প্রমাণ করতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলরে নেতৃত্বে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে যুবলীগের নেতাকর্মীরা। সংক্ষিপ্ত বক্তব্য যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশের মানুষের জন্য জনমুখী বাজেট করেছেন। এই বাজেটের মাধ্যমে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। যদি কোনও অপশক্তি দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে বাজেটের বিরুদ্ধে,অপপ্রচার করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। এই বাজেট নিয়ে বিএনপির জামায়াত নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।যারা ষড়যন্ত্র করবে জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে যুবলীগ। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশীদ, হাবিবুর রহমান পবন, মোয়াজ্জেম হোসেন,  সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দেব নন্দী প্রমুখ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নেতৃত্বে ২০২১-২০২২ইং অর্থ বছরের ঘোষিত বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যানির্বাহী সংসদের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে আজ ৩ জুন সন্ধ্যা ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ২৩, বঙ্গবন্ধু এভিনিউ এর সম্মুখে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। ২০২০-২০২১ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ২ শতাংশ অর্জিত হয়েছে। বৈশি^ক করোনা মহামারীর মধ্যে বাংলাদেশের এই জিডিপির প্রবৃদ্ধি এশিয়ার মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ সরকার একটি বুদ্ধিদীপ্ত ও সম্প্রসারণশীল আর্থিক নীতি গ্রহণ করেছে এবং দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। বাংলাদেশের ৫০তম এবং আওয়ামী লীগ সরকারের ২১তম এই বাজেটে জীবন-জীবিকা, স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কৃষিখাত সবচেয়ে বেশী গুরুত্ব পেয়েছে। এই বাজেট গণমূখী, এই বাজেট জনতার।

প্রস্তাবিত বাজেট কৃষকের, এই বাজেট জনতার' এ স্লোগানে বাজেটকে স্বাগত জানায় কৃষক লীগ। আনন্দ মিছিল শেষ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, কৃষকবান্ধব গণমুখী বাজেট পেশ করার মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। করোনাকালীন প্রান্তিক কৃষকদের মাঝে ৯,৫০০ কোটি টাকা প্রনোদনা দিয়েছেন, যা ইতিপূর্বে কোনো সরকার দেয়নি। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব প্রমুখ। এ ছাড়া জনমুখী বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে আওয়ামী মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা।

নওগাঁর মান্দায় ২০২১-২২ অর্থবছরের ঘোষিত বাজেটকে জনবান্ধব উল্লেখ করে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ।

শুক্রবার (৪ জুন) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড, নাহিদ মোর্শেদ বাবু।

উন্নয়নমুখী বাজেট প্রণয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুর জেলা ছাত্রলীগ। শুক্রবার (০৪ জুন) বিকেল সাড়ে ৫টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ছাত্রলীগ নেতারা বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট এটি। করোনা মহামারিতেও যখন বিশ্ব অর্থনৈতিকভাবে স্থবির, তখন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এতো বড় বাজেট দিয়ে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখছেন।

প্রস্তাবিত বাজেটে জীবন-জীবিকাকে প্রাধান্য দেওয়ায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে টাঙ্গাইলের নাগরপুরে  আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।

গতকাল বৃহস্পতিবার (৩ জুন) ২০২১-২২ অর্থ বছরের বাজেট পেশ করায় নাগরপুরে  বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে উপজেলা ছাত্রলীগ।  তারা এই বাজেটকে গনমুখী আখ্যায়িত করেছেন।  

২০২১-২০২২ইং অর্থ বছরের ঘোষিত বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গোয়ালন্দ উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার ৪ জুন বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় হতে  আনন্দ মিছিল শুরু হয় মিছিলটি গোয়ালন্দ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে সমাপ্ত হয়। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা ও সাধারণ সম্পাদক হিরু মৃধার নেতৃত্বে স্বাস্থ্য বিধি মেনে উপজেলা শাখার স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।


প্রবল বর্ষণকে উপেক্ষা করে সদ্যঘোষিত ২০২১-২০২২ সালের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে সিলেট জেলা যুবলীগ। ( বৃহস্পতিবার ) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদের সামনা থেকে মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারও জেলা পরিষদের সামনে এসে পথসভায় মিলিত হয়।

জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় ও আগামীর পথে বাংলাদেশ জাতীয় ২০২১-২২ অর্থ বছরের বাজেটকে স্বাগত  ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন  জানিয়ে রংপুর জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল করে।

এছাড়াও সারাদেশের বিভিন্ন জেলা উপজেলায় উন্নয়নমুখী বাজেটকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত