824
Published on জুন 2, 2021সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে ঘূর্ণিঝড় ইয়াস প্রভাবিত ও ক্ষতিগ্রস্ত শ্যামনগর উপজেলার ১১নং পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা ভাঙ্গন কবলিত স্হানে প্লাবিত অসহায় মানুষদের মাঝে জরুরী খাদ্য সহায়তা প্রদান করা হয়।পর্যায়ক্রমে গাবুরা, বুড়িগোয়ালিনীসহ প্লাবিত ইউনিয়ন সমূহে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জরুরী খাদ্য সহায়তা প্রদান করা হয়।
জেলা আওয়ামীলীগের জরুরী খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা সদর-২ আসনের মাননীয় সংসদ সদস্য নৌ কমান্ডো-০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি মহোদয় এবং সাতক্ষীরা-৪ শ্যামনগর-কালিগঞ্জ(আাংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস এম জগলুল হায়দার এমপি এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক সাংসদ জনাব এ কে ফজলুল হক সম্মানিত অতিথি হিসেবে
উপস্হিত থেকে জরুরী খাদ্য সহায়তা প্রদানের শুভ উদ্বোধন করেন,প্লাবিত জন সাধারণের উদ্দ্যেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।এমপিদ্বয় মহান জাতীয় সংসদে উপকূলীয় অঞ্চল সমূহের সুরক্ষার জন্য "টেকসই ও দীর্ঘস্হায়ী বেড়ীবাঁধ" নির্মাণের দাবি জানাবেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখহাসিনার কাছে।
এসময় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ এবং শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।