করোনাকালে সাধারণ মানুষের পাশে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি

807

Published on মে 30, 2021
  • Details Image

বাংলাদেশে বিদ্যমান কোভিড -১৯ সংকট বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা এমপি তাঁর মেধা, দক্ষতা, প্রজ্ঞা এবং বলিষ্ঠ নেতৃত্বে অত্যন্ত সফলতার সাথে মোকাবেলা করার নানাবিধ পন্থা অবলম্বন করেছেন। জননেত্রী শেখ হাসিনা জীবন এবং জীবিকাকে সমন্বয় করে করোনা ভাইরাস এর বিরুদ্ধে নানাবিধ কর্মসূচি গ্রহণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে নির্দেশনা প্রদান করেছেন। জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে সম্ভাব্য সকল উপায়ে জনগণের পাশে দাড়ানোর নির্দেশনা প্রদান করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি বরাবরের মতোই জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসরণ করে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ে জনগণ যারা চাইতে পারে না তাদের পাশে দাঁড়িয়েছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা’র পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সার্বিক তত্ত্বাবধানে করোনা ভাইরাসের বর্তমান ঢেউ মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ ও খাদ্য সহায়তা কার্যক্রম আরো বেগবান করার সিদ্ধান্ত গ্রহণ  করেছে।

২ এপ্রিল ২০২১

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা’র পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সার্বিক তত্ত্বাবধানে সুনামগঞ্জের শাল্লায় অশুভ শক্তির হামলায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে পরিবারপ্রতি ৫০০০ টাকা নগদ সহায়তাসহ করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়।

৪ এপ্রিল ২০২১

এপ্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় ৪ এপ্রিল ২০২১ রবিবার সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন সভাপতির কার্যালয় এ অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি ভিডিও কনফারেন্সিং এ সংযুক্ত থেকে এ বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন।

করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রীর মধ্যে ছিল কেএন ৯৫ মাস্ক, উন্নতমানের সার্জিক্যাল মাস্ক, উন্নতমানের কাপড়ের মাস্ক, বিশেষ ধরনের কেমিক্যালযুক্ত এন্টিসেপটিক সাবান, উন্নতমানের হ্যন্ড গ্লাভস, উন্নতমানের পিপিই ও গুনগতমানসম্পন্ন স্যানিটাইজার। সচেতনতা কাযক্রমের অংশ হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের হাতে এ সকল করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী তুলে দেয়া হয়। সংগঠনসমূহের মধ্যে রয়েছে আঞ্জুমানে মফিদুল ইসলাম, দাফন-কাফন জাতীয় কমিটি, জাতীয় মহাশশ্মান কমিটি, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি, বগুড়া জেলা আওয়ামী লীগ এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগ। এ কাযক্রমের অংশ হিসেবে পরবর্তীতে করোনা ভাইরাসে অধিকতর সংক্রমিত এলাকামূহ যেমন কুমিল্লা জেলা আওয়ামী লীগ, ফরিদপুর জেলা আওয়ামী লীগ, নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগ, সিলেট জেলা আওয়ামী লীগ, খুলনা জেলা আওয়ামী লীগ, গাজীপুর জেলা আওয়ামী লীগ, রাজশাহী জেলা আওয়ামী লীগ, কক্সবাজার জেলা আওয়ামী লীগ, যশোর জেলা আওয়ামী লীগসহ অন্যান্য সংক্রমিত এলাকায় ধারাবাহিকভাবে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ অব্যাহত রাখা হবে।

বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপ-দপ্তর সম্পাদক মো. সায়েম খান, কার্যনির্বাহী সদস্য  শাহাবুদ্দিন ফরাজি, সৈয়দ আব্দুল আউয়াল শামীম,  স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও  সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, আঞ্জুমানে মফিদুল ইসলাম এর ট্রাস্টি মো. শহীদুল্লাহ মিনুসহ উপ-কমিটির সদস্যবৃন্দ।

১২ এপ্রিল ২০২১

পবিত্র মাহে রমজান ও করোনা ভাইরাস কোভিড-১৯ মহামারী দুর্যোগ চলাকালীন সময়ে অসহায়, দুস্থ,দরিদ্র , কর্মহীন ও বেকার মানুষের মাঝে বে-সরকারী সংস্থা ওয়েষ্ট হেল্থ এন্ড এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক অদ্য ১২ এপ্রিল মিরপুর ১০ নং আইডিয়াল স্কুল এন্ড কলেজ সংলগ্ন এ ব্লকে ৫০০ পরিবারকে পবিত্র মাহে রমজানের জন্য ইফতার সামগ্রী ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজকল্যান সম্পাদক জনাব সুজিত রায় নন্দী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্জ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এর ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক। 

১৬ এপ্রিল ২০২১

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় ১৬ এপ্রিল ২০২১ শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির কার্যালয় এ অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি ভিডিও কনফারেন্সিং এ সংযুক্ত থেকে এ বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন। বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী এমপি, সাংগঠনিক সম্পাদক সফিউল আলম চৌধুরী নাদেল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, উপদপ্তর সম্পাদক মো. সায়েম খান, বিএফইউজের মহাসচিব সাংবাদিক আব্দুল মজিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংবাদিক জিহাদুর রহমান জিহাদ, ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দিনসহ সাংবাদিক নেতৃবৃন্দ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এর মো. শহীদুল্লাহসহ ধর্মীয় ও সেবামুলক প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গসহ উপ-কমিটির সদস্যবৃন্দ।

করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রীর মধ্যে ছিল কেএন ৯৫ মাস্ক, উন্নতমানের সার্জিক্যাল মাস্ক, উন্নতমানের কাপড়ের মাস্ক, বিশেষ ধরনের কেমিক্যালযুক্ত এন্টিসেপটিক সাবান, ও গুনগতমানসম্পন্ন স্যানিটাইজার। সচেতনতা কাযক্রমের অংশ হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের হাতে এ সকল করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী তুলে দেয়া হয়। সংগঠনসমূহের মধ্যে রয়েছে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, হাইকোর্ট মাজার মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, ঢাকা আহ্ছানিয়া মিশন, রামকৃষ্ণ মিশন,  মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ, চট্টগ্রাম মহানগর মেয়র কতৃক পরিচালিত আইসোলেশন সেন্টার।

২৫ এপ্রিল ২০২১

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কাযালয় হতে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় এবং ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আলহাজ্ব একেএম রহমতুল্লাহ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতরণ কর্মসুচির শুভ সুচনা করেন বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি।

বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড জাহাঙ্গীর কবীর নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছি   ম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কাযনির্বাহী সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক মো. সায়েম খানসহ উপ-কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আকতার, সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথী, বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের সভাপতি আলী হোসেন, বাস্তুহারা লীগের সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, জাতীয় দাফন কাফন কমিটির জনাব মিনু, জাতীয় মহাশ্মশান কমিটির চিত্তরঞ্জন দাস, আমরা ঢাকাবাসীর জনাব শুকর সালেক প্রমুখ উপস্থিত ছিলেন। 

উক্ত বিতরণ অনুষ্ঠানে আলেম ওলামা সম্প্রদায়, আঞ্জুমানে মফিদুল ইসলাম এর জাতীয় দাফন-কাফন কমিটি, জাতীয় মহাশ্মশান কমিটি, আমরা ঢাকাবাসী, আওয়ামী মটরচালক লীগ, মহিলা শ্রমিক লীগ, বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ ও রিক্সা শ্রমিক লীগসহ অন্যান্য সংগঠনের ২ হাজার পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও উন্নতমানের মাস্ক এবং এন্টিসেপটিক সাবান বিতরণ করা হয় সংগঠনসমুহের মাঝে। দাফন-কাফন জাতীয় কমিটির নিকট উন্নতমানের পিপিই হস্তান্তর করা হয়। খাদ্য সামগ্রীর মাঝে ছিল ভালো মানের মিনিকেট চাল ৫ কেজি, মুসুরি ডাল ১ কেজি, সোয়াবিন তেল ১ লি., পিয়াজ ১ কেজি, ডায়ামন্ট আলু ৩ কেজি, লবন ১ কেজি এবং ছোলা ১ কেজি। উপরন্তু বরিশাল বিভাগে কলেরার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বরগুনা জেলার জন্য ২ হাজার ওর স্যালাইন ও ২ শত পুস স্যালাইন এবং বরিশাল বিভাগের অন্যান্য জেলার জন্য বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে ৭ হাজার ওর-স্যালাইন ও ৫ শত পুস স্যালাইন বিতরণ করা হয়। 

২৭ এপ্রিল ২০২১

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির কাযালয় হতে বিভিন্ন পযায়ের সাংবাদিকদের মাঝে উন্নতমানের কেএন ৯৫ মাস্ক, উন্নতমানের কাপড়ের মাস্ক, উন্নতমানের সার্জিক্যাল মাস্ক, স্যানিটাইজার ও বিশেষ ক্যামিক্যালযুক্ত এন্টিসেপটিক সাবান বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানের শুরুতেই ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সম্মানিত সদস্য উমামা বেগম কনক হত্যাকন্ডের তীব্র নিন্দা জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিতরণ কর্মসুচির শুভ সুচনা করেন বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম সাথারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাননীয় হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। এ সময় ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ চৌধুরী, পযটন সাংবাদিক নেতৃবৃন্দসহ উপ-কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

৫ মে ২০২১

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা’র পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের এমপির নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সার্বিক তত্ত্বাবধানে করোনা ভাইরাসের বর্তমান ঢেউ মোকাবেলায় অদ্য ৫ মে ২০২১ বুধবার  ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হতে বিভিন্ন হাসপাতালের জন্য অক্সিজেন সিলিন্ডারের ফুল সেট, অক্সিজেন মাস্ক ও ক্যানোলা, উন্নতমানের কেএন ৯৫ মাস্ক, উন্নতমানের কাপড়ের মাস্ক, উন্নতমানের সার্জিক্যাল মাস্ক, এবং বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের মাঝে পবিত্র ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিতরণ কর্মসুচির শুভ সুচনা করেন বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি। বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী এমপি, জনাব আবদুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, ঢাকা মহানগর দক্ষিন এর সহ-সভাপতি জনাব নুরুল আমিন রুহুল এমপি, সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কমল কান্তি মজুমদার। এ সময় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামালউদ্দিন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রতিনিধি, বিভিন্ন প্রতিবন্ধী সংগঠন ও অন্যান্য সংগঠনের প্রতিনিধিসহ উপ-কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

যেসকল হাসপাতালে চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয় সেগুলো হচ্ছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, বরগুনা জেনারেল হাসপাতাল, ভোলা জেনারেল হাসপাতাল, পটুয়াখালী জেনারেল হাসপাতাল। এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে উন্নতমানের সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ভালো মানের মিনিকেট চাল, মুসুরি ডাল, সোয়াবিন তেল, চিনি, সেমাই, আলু, লবন। যেসকল প্রতিবন্ধী সংগঠন ও অন্যান্য সংগঠনের মাঝে খাদ্য বিতরণ করা হয় সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল অটিজম ফাউেন্ডশন, স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ডিজিটাল প্লাস ফাউন্ডেশন, অটিস্টিক স্কুল, ঘুড়ি স্কুল, মিডিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ঢাকাস্থ ফরিদপুর জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, শিশু পাঠশালা, মিরপুর, বেদে সম্প্রদায়, হরিজন সম্প্রদায়।

৮ মে ২০২১

জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়ন ও ঢাকা রিপোর্টারস ইউনিটির কর্মচারিদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় এবং ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আলহাজ্ব একেএম রহমতুল্লাহ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতরণ কর্মসুচির শুভ সুচনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড জাহাঙ্গীর কবীর নানক। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহছান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি জনাব ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল জলিল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক কুদ্দুস আফ্রাদ, সাংবাদিক মশিউর রহমান, সাংবাদিক শাহেদ করিমসহ উপ-কমিটির সদস্যবৃন্দ। উক্ত বিতরণ অনুষ্ঠানে খাদ্য সামগ্রীর মাঝে ছিল ভালো মানের মিনিকেট চাল, পোলার চাল মুসুরি ডাল, সোয়াবিন তেল, ডায়ামন্ট আলু, লবন, চিনি, লাচ্ছা সেমাই,  চিকনন সেমাই। এছাড়াও জননেত্রী শেখ হাসিনা'র পক্ষ থেকে কর্মচারীদের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়। উপরন্তু করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী হিসেবে উন্নতমানের মাস্ক ও সাবান বিতরণ করা হয়। 

১৩ মে ২০২১

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির কাযালয়ে বিভিন্ন সংগঠনের মাঝে অক্সিজেন কনসেনট্রেটর খাদ্য ও করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিতরণ কর্মসুচির শুভ সুচনা করেন বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের পল্টন থানার সভাপতি ও ১৩ নং  ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক আবুল, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিলাল দে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হাইসহ বিভিন্ন  সংগঠনের প্রতিনিধিবর্গসহ উপ-কমিটির সদস্যবৃন্দ। 

এপ্রেক্ষিতে শেরপুরের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন কনসেট্রেটর ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় আলেম-ওলামা সম্প্রদায়, ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সচিবালয়, বৃহত্তর কুমিল্লা সাংবাদিক সমিতি, বৃহত্তর ফরিদপুর সাংবাদিক সমিতি, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, দাফন-কাফন জাতীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর ১৩ নং ওয়ার্ড, ঢাকা মহানগর উত্তর ২১ নং ওয়ার্ড, ঢাকা মহানগর উত্তর ৭ নং ওয়ার্ড, ভাসমান পথ-শিশু, বাসদ, তেলেগুভাষী হরিজন সম্প্রদায়। এছাড়াও আঞ্জুমান এবিএমজি কিবরিয়া বালিকা হোমস এবং আঞ্জুমান ইব্রাহিম মোহাম্মদ বালক হোমসের এতিমদের জন্য ১ মাসের খাবার উপযোগী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপরন্তু উত্তরার বায়তুল ফালাহ জামে মসজিদ এ পযাপ্ত পরিমানে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ভালো মানের পোলার চাল, মুগ ডাল, চিনি, লাচ্ছা সেমাই, চিকন সেমাই, গুড়া দুধ।

১০ মে ২০২১ 

২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হতে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য অক্সিজেন কনসেনট্রেটর এর ফুল সেট, উন্নতমানের কাপড়ের মাস্ক, উন্নতমানের সার্জিক্যাল মাস্ক, এবং বিভিন্ন সংগঠনের মাঝে পবিত্র ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিতরণ কর্মসুচির শুভ সুচনা করেন বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি। বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী এমপি, সভাপতি মন্ডলীর সদস্য ও মাননীয় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, ঢাকা মহানগর দক্ষিন এর সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবীর। এ সময় বিভিন্ন  সংগঠনের প্রতিনিধিসহ উপ-কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। যেসকল হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স এ অক্সিজেন কনসেনট্রেটর ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয় সেগুলো হচ্ছে মাগুড়া জেনারেল হাসপাতাল, গাইবান্ধা জেনারেল হাসপাতাল, কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল, ফেনি জেনারেল হাসপাতাল, দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজশাহীর পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জামালপুর জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম আইসোলেশন সেন্টার, ধনবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স, নড়াইল জেনারেল হাসপাতাল। 

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ভালো মানের পোলার চাল, মুগ ডাল, চিনি, লাচ্ছা সেমাই, চিকন সেমাই, গুড়া দুধ। যেসকল সংগঠনের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় সেগুলো হচ্ছে ঘোড়ার গাড়ী চালক, কাসিদা গায়ক, ঢোল বাদক, ডিঙ্গি নৌকা চালক, পুরনো ঢাকার ব্যান্ড পার্টি বাদক, পুরনো ঢাকার নাট্যকর্মী, জুতা সেলাই কারিগর, বীণা বাদক, কাওয়ালী গায়ক, ১৪ দল, ইসলামিক ফাউণ্ডেশন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। 

এছাড়াও  ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করেছিল বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি।  বিজ্ঞতিতে বলা হয়, ঘূর্ণিঝড় ইয়াসের গতিবিধি সার্বক্ষণিক মনিটরিং করে এর ক্ষয়-ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর সার্বিক তত্ত্বাবধানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি একটি মনিটরিং সেল গঠন করেছে। ঘূর্ণিঝড় সংক্রন্ত যে কোনো বিষয়ে তথ্য পেতে মনিটরিং সেলে দায়িত্বে থাকা সদস্যদের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়।





Live TV

আপনার জন্য প্রস্তাবিত