কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মে) রাত ৮টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে কুড়িগ্রাম সার্কিট হাউস হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।
তিনি তার বক্তব্যে বলেন, করোনা মহামারীতে সবকিছু বন্ধ থাকলেও রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ছিল না বরং রাজনৈতিক দলগুলো উজ্জীবিত থাকায় করোনাকালীন রাজনীতি উচ্চমার্গে উন্নীত হয়েছে। এজন্য নেতাকর্মীদের সজাগ থেকে কাজ করারও আহ্বান জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুর সঞ্চলনায় মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. ছফুরা বেগম রুমি (সাবেক এমপি) উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. জাফর আলী (সাবেক এমপি)।
এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাবেক, বর্তমান নেতৃবৃন্দ, ৯টি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।