পাবনায় ১৩শ অসচ্ছল মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন স্থানীয় সাংসদ গোলাম ফারুক প্রিন্স

1087

Published on মে 13, 2021
  • Details Image

পাবনা সদর পৌর এলাকায় সাড়ে ৫লাখ টাকা ১৩শ অসচ্ছল মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

আজ বুধবার বিকেলে পৈলানপুর, গোবিন্দা, আটুয়া এলাকায় এসব নগদ অর্থ প্রদান করেন তিনি।

এসময় এমপি প্রিন্স বলেন,করোনাকালীন সময় ঘরবন্দী মানুষের এই অর্থের মাধ্যেমে একটু হলেও উপকৃত হবে। তাই স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরিধান করে ঈদ উদযাপন করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কানিজ ফাতেমা পুতুল, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, ১নং ওয়াড কাউন্সিলর আমিনুল ইসলাম বদল, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, ছাত্রলীগের সহ সভাপতি হাবিবুর রহমান রিংকু,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাহাত হোসেন পল্লব প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত