মুজিববর্ষ উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে ভূমিহীন ও গৃহহীনদের ২৯টি ঘর উপহার

1128

Published on মে 8, 2021
  • Details Image

আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার”-এই শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈরে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিয়াকের উপজেলার মাজুখান এলাকার কৌচাকুরি গ্রামে প্রথম ধাপে ২৯ টি ভুমিহীন পরিবারের কাছে ঘর হস্তান্তর করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন,”মুজিববর্ষে ভূমিহীনদের ঘর প্রদান করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।একমাত্র প্রধান মন্ত্রী শেখ হাসিনাই গরিব মানুষদের খাওয়া থাকার কষ্ট বুঝতে পেরেছেন।তিনি এক সাথে জমি দিয়েছেন আবার থাকার জন্য পাকা ঘরও দিয়েছেন।বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজার হাজার গৃহ ও ভূমিহীন মানুষদের ঘর প্রদান করে মানুষের মৌলিক অধিকার বাস্তবে রূপ দিয়েছেন। শেখ হাসিনার সফল ও যোগ্য নেতৃত্বের ফলে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে।দেশের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন আমাদের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।এই আওয়ামীলীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের উন্নয়ন হবে।”

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেনসহ প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত