পাবনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

878

Published on মার্চ 18, 2021
  • Details Image

কেককাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা নানা আয়োজনে পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। 

পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাত ১২.০১ মিনিটে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও মোমবাতি প্রজ্বলন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। 

দিনটির প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী অঙ্গ সংগঠনের এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন নেতৃবৃন্দরকে সাথে নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধঞ্জলি অর্পণ করেন তিনি। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবার সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সকাল ১০ ঘটিকার সময় পাবনা জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে আনন্দ শোভাযাত্রা হয় এবং শোভাযাত্রা শেষে জেলা আওয়ামী লীগে ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি , জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্ধ, ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে ১০০ পাউন্ডের কেক কেক কাটা হয় এবং সন্ধ্যার সময় স্বাধীনতা চত্বর (মুক্ত মঞ্চ) আতশবাজি ও ১০১ টি ফানুস উড়ানো শুভ উদ্ভোধন করেন, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মাননীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি।

আজকের উক্ত বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগ, পাবনা মহিলা আওয়ামী লীগ,পাবনা আওয়ামী যুবলীগ,পাবনা আওয়ামী যুব মহিলা লীগ,পাবনা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,পাবনা কৃষক লীগ,পাবনা তাঁতী লীগ,পাবনা শ্রমিক লীগ,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, পাবনা জেলা ছাত্রলীগ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত