1175
Published on মার্চ 17, 2021জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ-এর ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে ৮টি বিভাগীয় শহর, টুঙ্গীপাড়া ও কোটালিপাড়ায় চারদিন ব্যাপী বিশেষ দোয়া মাহফিল ও প্রার্থনা সভা এবং এতিমদের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচি :
১৭ মার্চ ২০২১ সকাল ১০টায় আজিমপুর এতিমখানা প্রাঙ্গণ :
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন।
১৮ মার্চ সকাল ১১টায় বটমলি হোমস, তেজগাঁও, ঢাকা :
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসাদুজ্জামান খাঁন কামাল, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্রী অসীম কুমার উকিল এমপি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।
১৯ মার্চ ২০২১ সকাল ১০টায় ঢাকা অরফানেজ সেন্টার ফরাশগঞ্জ, ঢাকা :
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাননীয় মন্ত্রী কৃষি মন্ত্রণালয় ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ এমপি, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নজিবুল্লাহ হিরু।
২০ মার্চ ২০২১ সকাল ১১টায়, ধর্মরাজিক অনাথালয়, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার সবুজবাগ, ঢাকা :
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
অনুষ্ঠানসমূহে সভাপতিত্ব করবেন ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান আলহাজ্ব একেএম রহমতউল্লাহ এমপি এবং সঞ্চালনা করবেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব শ্রী সুজিত রায় নন্দী। তিনি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য সাংবাদিক বন্ধুদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ : ১৬ মার্চ ২০২১