পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

918

Published on মার্চ 9, 2021
  • Details Image

আজ ৯ মার্চ,মঙ্গলবার পাবনা জেলার আটঘরিয়া কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ আটঘরিয়া উপজেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য নূরুল ইসলাম ঠান্ডু,সৈয়দ আব্দুল আওয়াল শামীম, মেরিনা জাহান কবিতা, পাবনা-১ আসনের সংসদ সদস্য এ্যাড.শামসুল হক টুকু, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: নুরুজ্জামান বিশ্বাস,সংসদ সদস্য মকবুল হোসেন।প্রধান বক্তা পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, বিশেষ বক্তা সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর, সংরক্ষিত সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি। সম্মেলনের সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র মো: শহিদুল ইসলাম রতন, পরিচালনায় ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল গফুর মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে এস এম কামাল হোসেন বলেন,সমগ্র রাজশাহী বিভাগে আমরা সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করে তৃণমূলে বঙ্গবন্ধু'র আওয়ামী লীগকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যেভাবে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ তা অব্যাহত থাকবে। মুজিববর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতি এটি আমাদের শ্রদ্ধার নিদর্শন। 

এসময় তিনি তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন,বঙ্গবন্ধু'কে প্রকৃতপক্ষে ভালোবাসতে হলে তাঁর সংগঠন আওয়ামী লীগকে ভালোবাসতে হবে,এই ভালোবাসা পদ-পদবি পাওয়ার জন্য নয়,সত্যিকারের ভালোবাসা হতে হবে। তিনি আরো বলেন,আওয়ামী লীগকে সত্যিকার অর্থে ভালোবাসলে শেখ হাসিনার নেতৃত্বে এই সংগঠনকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে সুসময়ে-দুঃসময়ে সবসময় নিবেদিত হয়ে কাজ করতে হবে।

কামাল হোসেন আরো বলেন, আপনারা দেখছি আমাদের কেন্দ্রীয় নেতাদের ছবি ব্যানারে দিয়েছেন। অনুগ্রহ করে এগুলো আর করবেন না। শুধু বঙ্গবন্ধু আর নেত্রীর ছবি দিয়ে ব্যানার ফেস্টুন করবেন। উল্লেখ্য, এস এম কামাল হোসেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর ইতোমধ্যে ১৭টি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৮ অক্টোবর ২০১৪ সালে, সর্বশেষ আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে আজ নতুন সম্মেলন অনুষ্ঠিত হলো।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত