771
Published on মার্চ 3, 2021করোনা প্রতিরোধে পৃথিবীর অনেক দেশেই টিকা কার্যক্রম শুরু হয়েছে। তবে খুব অল্প দেশ মোট জনসংখ্যার এক শতাংশের টিকা দেওয়ার কাজ সম্পন্ন করতে পেরেছে বাংলাদেশ। তাই এতো অল্প সময়ের মধ্যে বাংলাদেশে কোভিডের টিকা সারাদেশে সুন্দরভাবে বণ্টন ও নাগরিকদের টিকা বিনামূল্যে দেয়ায় শরীয়তপুরে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে র্যালি করা হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপুর নেতৃত্বে পালং-জাজিরায় এ র্যালির আয়োজন করা হয়।
অপু বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন মানবতার মা। পৃথিবীতে যেখানে করোনা টিকার হাহাকার সেইখানে প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় আজ আমরা করোনা টিকা বিনামূল্যে পাচ্ছি। সকলের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে পরস্পরকে সহায়তার লক্ষ্যে আমাদের একটি বৃহত্তর অংশীদারিত্ব ও একটি রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন।
এ সময় র্যালিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র এড. পারভেজ রহমান জন, জেলা আওয়ামী লীগের সদস্য এড. আলমগীর মুন্সী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. জাহাঙ্গীর হোসেন, সদর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম.এম জাহাঙ্গীর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খান, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক ওমর ফারুক পাংকু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হোসেন সরদার, জেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর চৌকিদার প্রমুখসহ কলেজ ছাত্রলীগ ও পৌরসভা ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও দলীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।