পাবনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

1167

Published on মার্চ 7, 2021
  • Details Image

পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ছিলো এদেশের নির্যাতিত, নিপীড়িত, সুবিধা বঞ্চিত, ক্ষুধার্ত মানুষের মুক্তির ভাষণ। এই ভাষণের মাধ্যমেই বাংলাদেশ পেয়েছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।রবিবার দুপুর ১২ টায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণও আজ বিশ্ব দরবারে স্বনাম বয়ে এনে দিয়েছে ।

সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রুহুল আমিন’র পরিচালনায় সম্মানিত অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদেও চেয়ারম্যান রেজাউল রহিম লাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষণ রায়,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ বিষয়ক সম্পাদক হিরোক হোসেন, দপ্তর সম্পাদক শেখ সাইফুল ইসলাস,পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি ভিপি আজিজ, সহ সভাপতি নাসিম ফকির, যুগ্ন সাধারন সম্পাদক নাজমুল ইসলাম ডন, শেখ বাবু, সাংগঠনিক সম্পাদক শেখ আলী, মহিলা নেত্রী জিনিয়া পারভীন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ারুল আজিম চিনু, সাধারণ সম্পাদক আবুল বাশার, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শহীদ মালিথা, সাবেক ছাত্রলীগ নেতা আবু সায়েম, এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল হোসেন, কাজী তানভীর আহমেদ শুভ, ইঞ্জি: মনির, জাহাঙ্গীর জুয়েল, আমির খসরু, শেখ অলিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত