1382
Published on মার্চ 2, 2021আজ সকাল ১০:০০ টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয় মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বরেণ্য রাজনীতিবিদ ও বিশিষ্ট গুণীজন কৃষিবিদ ড. মির্জা এ. জলিল ২০২১ সালে অর্থনীতিতে একুশে পদক লাভ করায় বাংলাদেশ কৃষক লীগের পক্ষ থেকে কৃষক সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।
বাংলাদেশ কৃষক লীগের পক্ষ থেকে কৃষিবিদ ড. মির্জা এ. জলিল কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উত্তরীয় পড়িয়ে বঙ্গবন্ধু এভিনিউ ব্যানার, ফ্যাস্টুনে সজ্জিত করে, শ্লোগানে শ্লোগানে মুখরিত করে সংবর্ধিত করা হয়। তিনি আবেগতাড়িত ও আপ্লুত হয়ে বক্তব্য রাখেন ও অভিবাদন গ্রহণ করেন। নির্বাচক মন্ডলী তাকে একুশে পদকের জন্য মনোনীত করায় কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের অতিথি বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী বাংলাদেশ কৃষক লীগের সাবেক সভাপতি কৃষিবিদ ড. মির্জা এ. জলিল রাষ্ট্রীয় একুশে পদক লাভ করায় অভিনন্দন জানান। কৃষি সেক্টরে তাঁর অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এছাড়াও বাংলাদেশ কৃষক লীগ তাঁকে সংবর্ধনা জানানোর জন্য অনুষ্ঠান আয়োজন করায় কৃষক লীগকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তবে কৃষিবিদ সমীর চন্দ বাংলাদেশ কৃষক লীগের সাবেক সভাপতি কৃষিবিদ ড. মির্জা এ. জলিল ২০২১ সালে একুশে পদক লাভ করায় তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন যে, ছাত্র জীবন থেকেই কৃষিবিদ ড. মির্জা জলিল কৃষি কর্মমূখি একজন কৃষক নেতা ছিলেন। তিনি দেশের একজন প্রতিমন্ত্রী, সচিব, পানি সম্পদের মহাপরিচালক এবং কৃষি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। বর্ণাঢ্য জীবনে তিনি সর্বক্ষেত্রে কৃষি ও কৃষকদের কল্যাণে কাজ করেছেন, দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে অবদান রেখেছেন। তাঁর এই অর্জনে কৃষক লীগ গর্বীত। আমরা তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।
বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি তার বক্তব্যে বলেন, কৃষিবিদ ড. মির্জা জলিল কে একুশে পদক দিয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা শুধু কৃষিবিদ ড. মির্জা জলিল স্যারকে সম্মানিত করেননি তিনি সারা বাংলাদেশের কৃষক লীগের নেতাকর্মীদের সম্মানিত করেছেন। আর আজকে জলিল স্যারকে কৃষক সংবর্ধনা দিয়ে কৃষক লীগও সম্মানীত হয়েছে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্জ শেখ জাহাঙ্গীর আলম, এম. এ ওয়াদুদ, মোঃ আবুল হোসেন, শাখাওয়াত হোসন সুইট, অর্থ সম্পাদক আলহাজ্জ নাজির মিয়া, সাংগঠনিক সম্পদাক এ্যাড. গাজী জসিম উদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা,ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সভাপতি আলহাজ্জ আব্দুস সালম বাবু, ঢাকা জেলা দিক্ষণ কৃষক লীগের সভাপতি জাকিউদ্দিন আহমেদ রিন্টু, ঢাকা জেলা উত্তরের বৃক্ষরোপন কমিটির আহ্বায়ক মহসিন করিম ও সদস্য সচিব আহসান হাবিব।