1401
Published on ফেব্রুয়ারি 24, 2021২৩ ফেব্রুয়ারি পাবনা জেলার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঐতিহাসিক বালুচর মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের এমপি। সম্মেলনের উদ্বোধন করেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) রেজাউল করিম লাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা এস এম কামাল হোসেন। চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড.সাখাওয়াত হোসেন সাখো'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নুরুল কবির ঠান্ডু,মেরিনা জাহান কবিতা,আব্দুল আওয়াল শামীমসহ পাবনার বিভিন্ন সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দ,চাটমোহর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তৃতায় জননেতা এস এম কামাল হোসেন ঐতিহাসিক ২৩ ফেব্রুয়ারিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। উল্লেখ্য, ১৯৬৯ সালের আজকের এই দিনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রজনতা বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে " বঙ্গবন্ধু"- উপাধিতে ভূষিত করে।
খোঁজ নিয়ে জানা যায়,এস এম কামাল হোসেন তার দায়িত্বপ্রাপ্ত রাজশাহী বিভাগের সকল উপজেলা ও জেলায় ছুটে বেড়িয়ে সন্মেলনের মাধ্যমে নতুন কমিটি তৈরি করে তৃণমূল বঙ্গবন্ধু'র আওয়ামী লীগকে জননেত্রী শেখ হাসিনা'র নেতৃত্বে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছেন।পাবনা জেলার চাটমোহর উপজেলায় দীর্ঘ ১৮ বছর পর আজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এরকম অন্যান্য সকল ইউনিটে কমিটি তৈরি করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই বিশেষ বছর ২০২১ সালের মধ্যে তিনি এসকল ইউনিটের নেতৃবৃন্দকে নতুন কমিটি উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন।
চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সকাল ১১.১০ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়ে বেলা ৩ টায় সম্মেলনের ২য় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।