1644
Published on ফেব্রুয়ারি 21, 2021বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত ১৯৭৩ সালের ২১ ফেব্রুয়ারির ঘটনা
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস উপলক্ষে প্রদত্ত এক বাণীতে বলেন, রক্তে রাঙানো এই দিন বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। আজকের এই দিন জাতির আত্মশুদ্ধির দিন। শহীদদের আত্মাহুতি বৃথা যেতে দেওয়া হবে না- আজকের দিনে এই হোক আমাদের অঙ্গীকার।
বঙ্গবন্ধু তার বাণীতে আরও বলেন, মাতৃভাষা প্রতিষ্ঠার দাবিতে বাংলা মায়ের সন্তান সালাম, বরকত, জব্বার ও আরও অনেকে যে মহান আত্মত্যাগ এর আদর্শ রেখে গেছেন জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। রক্তে রাঙানো এই দিন বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। রক্তের আখরে বায়ান্ন সালে যে জয়যাত্রা শুরু হয়েছিল ত্যাগ ও সংগ্রামের রক্তরাঙা পিচ্ছিল পথে ধাপে ধাপে এগিয়ে ১৯৭১ সালে বাঙালি আবার রক্ত দিয়ে প্রতিষ্ঠিত করলো তাদের স্বাধীন সত্তাকে। বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলা তার রাষ্ট্রভাষা। জাতীয় জীবনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার গৌরবময় ঐতিহ্য অধিকারী বাংলা ভাষা ও বাঙালি জাতির শিক্ষা শিল্প সাহিত্য ও সংস্কৃতিকে অনন্ত সম্ভাবনাময় সমুজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে- এই হোক আমাদের কামনা।
তিনি বলেন, আজকের এই দিন জাতির আত্মশুদ্ধির দিন। শহীদের আত্মত্যাগ বৃথা যেতে দেবো না আজকের দিনে এই হবে আমাদের অঙ্গীকার। প্রতিবছর অমর একুশে জনগণের সংগ্রামী চেতনায় উজ্জীবিত করে তুলুক। উদ্বুদ্ধ করে তুলুক নতুন নবসৃষ্টির অমর শহীদ স্মৃতি। জয় বাংলা।
কৃতজ্ঞতাঃ বাংলা ট্রিবিউন