করোনা মোকাবেলায় যথাযথ ভুমিকা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক

2884

Published on জানুয়ারি 20, 2021
  • Details Image

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ সফল ভাবে মোকাবেলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। গত ২৩ ডিসেম্বর ২০২০ তারিখে প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে তিনি এই ধন্যবাদ জ্ঞাপন করেন।

চিঠিতে তেদ্রোস আধানম বলেন, "সারা বিশ্বের প্রতিটি সমাজে অস্থিতিশীলতা সৃষ্টিকারী এই সংকট মোকাবেলায় বৈশ্বিক সৌহার্দ্যের প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।"

তিনি বলেন, "আপনার নেতৃত্বে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে কঠোর পদক্ষেপের মাধ্যমে এই ভাইরাসকে কার্যকরভাবে দমিয়ে রাখা সম্ভব।"

একই সাথে 'ওয়ান হেলথ গ্লোবাল লিডারস গ্রুপ অন অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্টেন্স' এর কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালনের জন্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। নীরব কিন্তু জরুরী এই স্বাস্থ্য সংকট মোকাবেলায় রাজনৈতিক সদিচ্ছা তৈরির ক্ষেত্রে এই দায়িত্ব গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

নিত্যনতুন প্রযুক্তি ও টিকার মাধ্যমে এই মহামারীকে নির্মুল করার আশা প্রকাশ করেন তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত