জননেত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে টানা এক যুগ পূর্তিতে বাংলাদেশ আওয়ামী লীগের অভিবাদন

1616

Published on জানুয়ারি 7, 2021
  • Details Image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আজ বুধবার (৬ জানুয়ারি) টানা এক যুগ পূর্তি। এ উপলক্ষে দেশের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের ধারাবাহিকতায় গত ১২ বছরে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির সকল সূচকে যুগান্তকারী মাইলফলক স্পষ্ট করছে।

তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্ব সভায় উন্নয়নের রোল মডেল। অর্থনীতি ও আর্থসামাজিক ক্ষেত্রে বেশির ভাগ সূচকে দক্ষিণ এশিয়ার সকল দেশকে ছাড়িয়ে অগ্রগতির অভূতপূর্ব স্মারক বহন করছে।

ওবায়দুল কাদের আজ বুধবার সকালে সরকারের টানা এক যুগ পূর্তি উপলক্ষে এবং ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন। 

এদিকে  সরকারের টানা এক যুগ পূর্তিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুস্থ ও দীর্ঘ জীবন এবং দেশের মানুষের সার্বিক মঙ্গল কামনায় আওয়ামী লীগ সারা দেশে দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনার কর্মসূচি গ্রহণ করেছে।বুধবার বাদ আসর কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) আওয়ামী লীগের আয়োজনে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া সারা দেশে সব মসজিদে সুবিধাজনক সময়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মন্দির, প্যাগোডা, গির্জা, উপাসনালয়ে দেশব্যাপী বিশেষ প্রার্থনা কর্মসূচি নেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকভাবে সরকার পরিচালনার এক যুগ পূর্তিতে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে ছাত্রলীগ।

এরই অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সার্বিক তত্ত্বাবধানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণের কাযক্রম অব্যাহত রয়েছে। উপরন্তু শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে আজ। ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উন্নতমানের কাপড়ের মাস্ক, উন্নতমানের সার্জিক্যাল মাস্ক ও শীতার্তদের মাঝে গুনগতমানসম্পন্ন  কম্বল বিতরণের শুভ সুচনা করেন। এসময় ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, মহিলা শ্রমিক লীগ ও আওয়ামী বাস্তুহারা লীগের প্রতিনিধির মাধ্যমে উন্নতমানের সার্জিক্যাল মাস্ক, উন্নতমানের কাপড়ের মাস্ক বিতরণ করা হয়।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা এক যুগ পূর্তি উপলক্ষে রংপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বেতপট্রিস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনার নেতৃত্বে ২য় মেয়াদে ক্ষমতা গ্রহনের এক যুগপুর্তি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার উদ্যোগে আজ ৬ জানুয়ারি বুধবার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সরকারের এক যুগ পুর্তি উপলক্ষে কুড়িগ্রাম বড় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মোঃ কাজিউল ইসলাম, পৌর মেয়র ও সাধারন সম্পাদক পৌর আওয়ামীলীগ কুড়িগ্রাম, মোঃ একরামুল হক বুলবুল, সদস্য জেলা পরিষদ কুড়িগ্রাম সহ মুসল্লীগন

বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের একযুগ পূর্তি উপলক্ষে শেখ হাসিনা'র সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা এবং দেশবাসীর মঙ্গল কামনায় গাজীপুর মহানগর যুবলীগের সভাপতি প্রার্থী জনাব হিরা সরকার এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

এছাড়াও সারাদেশে বিভিন্ন জেলা উপজেলায় সরকারের টানা এক যুগ পূর্তিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুস্থ ও দীর্ঘ জীবন এবং দেশের মানুষের সার্বিক মঙ্গল কামনায় আওয়ামী লীগ সারা দেশে দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনার কর্মসূচি গ্রহণ করা হয়।


Live TV

আপনার জন্য প্রস্তাবিত