টাংগাইলের নাগরপুরের বনগ্রামে ঐতিহাসিক গণহত্যা দিবস পালন

2684

Published on অক্টোবর 25, 2020
  • Details Image
  • Details Image
  • Details Image

আজ টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহাসিক বনগ্রাম গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এইদিনে টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন গয়হাটা ইউনিয়নের বনগ্রামে পাকিস্থানি হানাদার বাহিনী এক নারকীয় হত্যাকান্ড চালায়।পাক হায়নাদের সেদিনের সেই নির্মম জিঘাংসার স্বীকার হন বনগ্রামের মুক্তিকামী সাধারণ মানুষ ও স্বাধীনতার অতন্দ্র প্রহরী বীর মুক্তিযোদ্ধাগণ। 

সেদিন পাকিস্তানি হানাদার বাহিনী দল বনগ্রামের রসূলপুর গ্রামের নিরীহ গ্রামবাসী এবং মুক্তিযোদ্ধাসহ মোট ৫৭ জনকে গুলি করে হত্যা করে। সেইসাথে রসুলপুরের নিরীহ মানুষের বসত বাড়িতেও অগ্নি সংযোগ করে তারা। সেদিন এতগুলো তাজা প্রাণ হত্যা ও বসত বাড়ি জ্বলিয়ে দিয়েই ক্ষান্ত হয়নি হায়েনার দল। তাদের বর্বরতার হাত থেকে বোবা গবাদি পশুও রেহাই পায়নি। হানাদার বাহিনীর দেয়া সেই আগুনে পুড়ে মারা যায় অসংখ্য গবাদি পশু। হত্যাযজ্ঞ শেষে পাকিস্তানি বাহিনী চলে গেলে গ্রামবাসীর সহায়তায় শহীদ যোদ্ধাদের গণকবর দেয়া হয়।

বছর ঘুরে প্রতিবারই ফিরে আসে ইতিহাসের এই বেদনাদায়ক দিন। মনে পড়ে যায় বনগ্রামের রসুলপুরের একটি গণকবরে একসাথে ঘুমিয়ে আছে সেদিনের সেই হত্যাকান্ডের স্বীকার স্বাধীনতার সূর্য সন্তানগণ যারা দেশের ডাকে সাড়া দিয়ে মায়ের বারণ ভুলে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সেদিন। যাদের ত্যাগের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নামক একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র আর বাঙ্গালী পেয়েছে তার অধিকার।

দিবসটি উপলক্ষে আজ সকালে গয়হাটা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাছেল খান এর আয়োজনে টাংগাইল-৬ নাগরপুর-দেলদুয়ারের সাংসদ আহসানুল ইসলাম টিটু ও গয়হাটা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা কৃষক লীগের আহবায়ক মোহাম্মদ আলমগীর হোসেন ইকবাল গণকবরে অবস্থিত শহীদ বেদীতে পুষ্প স্তবক অর্পণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন গয়হাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাইয়ুম, বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, টাংগাইল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান হিমেল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আজিম হোসেন রতন, গয়হাটা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সজিব মিয়া সহ আরও অনেকে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত