1240
Published on অক্টোবর 11, 2020করোনাসংকট মোকাবেলায় সরকার ও দলের প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপ নিয়ে একটি বিশেষ ওয়েবিনার আগামীকাল অনুষ্ঠিত হবে। সোমবার রাত ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি প্রচারিত হবে।
বিশেষ এ ওয়েবিনারের এবারের শিরোনাম ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে করোনা পরিস্থিতি মোকাবেলা’। এটি সঞ্চালনা করবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ।
ওয়েবিনারে আলোচক হিসেবে অংশ নেবেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান।
আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ছাড়াও ওয়েবিনারটি দৈনিক সমকাল, দৈনিক যুগান্তর, দৈনিক ইত্তেফাফ, ভোরের কাগজ, bdnews24.com, banglanews24.com, barta24.com, sarabangla.net, jagonews24.com, bd-journal.com, dhakatimes24.com, সময় টিভি ও বিজয় টিভির ফেসবুক পাতায় সরাসরি প্রচারিত হবে।