প্রধানমন্ত্রী'র জন্মদিনে কালিয়াকৈর পৌর ছাত্রলীগের প্রীতি ফুটবল ম্যাচ, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল

1986

Published on সেপ্টেম্বর 30, 2020
  • Details Image

মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এম.পি'র ৭৪তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ, কালিয়াকৈর পৌর শাখার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল আয়োজন হয় কালিয়াকৈর পৌরসভার ৩নং ওয়ার্ডের গোয়ালবাথান এলাকায়। কালিয়াকৈর পৌর ছাত্রলীগের আহবায়ক আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এবং ১নং যুগ্ন-আহবায়ক গাফফার মোল্লার সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরকার মোঃ মোশারফ হোসেন জয়, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। 

প্রীতি ফুটবল ম্যাচ ও বৃক্ষরোপণ করার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত, মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এম.পি এবং মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষভাবে দোয়া ও মিলাদ মাহফিল হয়। 

প্রধান অতিথির বক্তব্যে কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোঃ মোশারফ হোসেন জয় বলেন, "বাংলাদেশের দুঃসময়য়ে ছাত্রলীগের ভূমিকা ছিল প্রশংসনীয়, আগামী রাজনীতির জন্য ছাত্রলীগ কে প্রস্তুত করার দায়িত্ত আওয়ামী লীগের। আমরা কালিয়াকৈর পৌর আওয়ামী লীগ, কালিয়াকৈর পৌর ছাত্রলীগকে বাংলাদেশের সকল পৌর ছাত্রলীগের মধ্যে শ্রেষ্ঠ ইউনিট গড়ার জন্য সবসময় সার্বিক সহযোগিতা এবং পরামর্শ দিতে প্রস্তুত। আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে যেন উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে এবং পৌরবাসীকে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষে আওয়ামী লীগের মেয়র এবং কাউন্সিলর অত্যন্ত প্রয়োজন, সেই লক্ষে কাজ করার জন্য পৌর ছাত্রলীগে রপ্রতি অনুরোধ রইলো।"

পৌর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয় বলেন; ছাত্রলীগকে সবসময় মাথায় রাখতে হবে তারা কি করছে, কারণ সংগঠনটি জাতির পিতার নিজ হাতে গড়া একটি সংগঠন। বাংলাদেশের ইতিহাস,ছাত্রলীগের ইতিহাস, জাতির পিতার নিজ হাতে গড়া সংগঠনে যেন কোন কালো দাগ না লাগে সেই লক্ষে কাজ করে যেতে হবে এবং জাতির পিতার আদর্শ কে বুকে ধারণ করতে হবে প্রতিটি ছাত্রলীগ নেতাকর্মীর।"

Live TV

আপনার জন্য প্রস্তাবিত