1882
Published on সেপ্টেম্বর 29, 2020বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুবলীগের পক্ষে নারায়ণগঞ্জের পলাশপুর জামিয়া মদিনাতুল উলূম মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার মাদ্রাসার শিশু-কিশোরদের মধ্যে এসব শিক্ষা উপকরণ হিসেবে ৫০টি পবিত্র কোরআন শরীফ ও রেহাল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম সাইফ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রিয় যুবলীগ নেতা মো. আব্দুল্লাহ রানা, সাবেক ছাত্রনেতা ও সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা মোঃ আরিফুল ইসলাম এসব সামগ্রী বিতরণ করেন।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে এবার চার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।