758
Published on সেপ্টেম্বর 29, 2020প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল শেষে প্রতিবন্ধীদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।
সোমবার সকাল ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় শেখ হাসিনার জীবনীর উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা এড. মামুনুর রশীদ, সুভ্রত পাল, বদিউল আলম বদি, আসাদুল হক আসাদ, জাকিয়া সুলতানা শেফালী ও এন আই আহমেদ সৈকত প্রমুখ।