1153
Published on সেপ্টেম্বর 29, 2020মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে আওয়ামী যুবলীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রতিবন্ধী এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভা মিলনায়তনে এ অনুষ্ঠান করা হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে ও সায়েখ আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন- পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বক্তিয়ার খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
বক্তব্য রাখেন সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুল হাকিম।
এসময় বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার এতিম শিক্ষার্থী, পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের প্রতিবন্ধী, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাংবাদিকসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সবশেষে প্রতিবন্ধী এতিমদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।