প্রধানমন্ত্রীর জন্মদিনে নীলফামারী আওয়ামী লীগের কর্মসূচি

1145

Published on সেপ্টেম্বর 29, 2020
  • Details Image
  • Details Image
  • Details Image

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে নীলফামারী আওয়ামী লীগের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঘরবাড়ি, শিক্ষাবৃত্তি, নগদ টাকা, চিকিৎসা ও ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।

নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূর এমপি'র আর্থিক সহযোগিতায় একজন নারীকে আধাপাকা ঘর উপহার, ৫ জন মানুষকে ক্ষুদ্র কর্মসংস্থানের লক্ষে ৩ লক্ষ টাকা প্রদান, দলীয় ৩ জন ক্যানন্সার আক্রান্ত রোগীর চিকিৎসা জন্য ৯৫ হাজার টাকা, ৫জনকে ঘর নির্মাণের জন ঢেউ টিনসহ ৭৫ হাজার টাকা বিশেষ চাহিদা সম্পুর্ন ২ জন শিশু ও নারীকে হুইলচেয়ার, ১ জন শিক্ষার্থীকে বই, খেলাধুলার জন্য দুই ক্লাবকে ১০ হাজার, ১জন রোগীর তিন মাসের ঔষধ, একজন মেধাবী ৭ম শ্রেণীর শিক্ষার্থীর প্রতি মাসে ২ হাজার টাকা করে বৃত্তি প্রদান ১ জন সংস্কৃতি কর্মীকে ৩ হাজার টাকাসহ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মাস্ক, সাবান, ছাতা, চারাগাছ ও দুপুরের খাওয়া বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এড. মমতাজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি মুসফিকুল ইসলাম রিন্টু।

পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৭৪ টি মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত