প্রধানমন্ত্রীর জন্মদিনে ভোলায় সাংসদের খাদ্য বিতরণ

893

Published on সেপ্টেম্বর 28, 2020
  • Details Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জম্মদিন উদযাপন উপলক্ষে ভোলার চরফ্যাশন ও মনপুরায় অসহায় দুস্থদের মাঝে এমপি জ্যাকবের নামে খাদ্য বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রেস ক্লাব চত্বর টাউন হলে অনুষ্ঠিকভাবে জন্মদিনের বিশেষ খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, যুগ্ম সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, সাংগঠনিক সম্পাদক মো. মোর্শেদ, আওয়ামী লীগ নেতা ইউসুফ চৌধুরী ও কুকরিমুকরি ইউপির চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, উপজেলা যুবলীগের সম্পাদক আল এমরান, উপজেলা ছাত্রলীগের সভাপতি হায়াত আলী চৌধুরী রিজভী, সম্পাদক আল আমীন মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত