1126
Published on সেপ্টেম্বর 28, 2020বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে মেহেরপুর জেলা যুবলীগ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার ডাম্পিং এলাকায় প্রায় ৩ শতাধিক ফলজ, বনজ, সৌন্দর্য বৃদ্ধিকরণসহ বিভিন্ন প্রকার বৃক্ষরোপণ করা হয়।
জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপিতত্বে এ সময় সেখানে পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, বাপ্পি, সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান হিলন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান অপু, জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজু, মাহবুব ডালিম, মেজবাহ উদ্দিন, সাইদুর রহমান উজ্জল, শেখ সারাফত, আফজাল হোসেনসহ যুবলীগের নেতার্কমীরা উপস্থিত ছিলেন।