দৌলতপুরে জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে আওয়ামী লীগের আলোচনা সভা

963

Published on সেপ্টেম্বর 28, 2020
  • Details Image

জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, ডি এম সাইফুল ইসলাম শেলী, মুক্তিযোদ্ধা হায়দার আলী প্রমুখ।

আলোচনা সভা শেষে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত