963
Published on সেপ্টেম্বর 28, 2020জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, ডি এম সাইফুল ইসলাম শেলী, মুক্তিযোদ্ধা হায়দার আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।