1064
Published on সেপ্টেম্বর 28, 2020প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে এক হাজার চারাগাছ বিতরণ করেছেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ। রবিবার দুপুর ১২ টায় ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গাছ বিতরণ করেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। পরে ক্যাম্পাসে গাছ রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রাহাত খান, হালিম মণ্ডল, হাবিবুর রহমান বাদশা, ওয়াদুদ আকুল, মনিরুজ্জামান, জহির, সাখাওয়াত, সবুজসহ মহানগর, থানা ওয়ার্ড যুবলীগ নেতৃবৃন্দ।
কামরুল আহসান সরকার রাসেল বলেন, জলবায়ুর বিরূপ প্রভাব জনিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ জৈববৈচিত্রের অস্তিত্ব রক্ষার স্বার্থে আমাদের অধিক পরিমাণ বৃক্ষ রোপণ করতে হবে। তাই গাজীপুর মহানগর যুবলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক হাজার গাছ বিতরণ ও রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।