প্রধানমন্ত্রীর জন্মদিনে সেলাই মেশিন বিতরণ করেছে দক্ষিণ সিটির ১২ নং ওয়ার্ড কাউন্সিলর

1056

Published on সেপ্টেম্বর 28, 2020
  • Details Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়েছে।

স্থানীয় কাউন্সিলর খ. ম. মামুন রশিদ শুভ্র এলাকার ঝরে পড়া শিশু এবং অভিভাবকদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বেশ কয়েকটি সেলাই মেশিন বিতরণ করেন।

রোববার সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় সেলাই মেশিন বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংরক্ষিত নারী কাউন্সিলর সেলিনা খান (৭১,৭২,৭৩ ওয়ার্ড)। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সামাজিক সংগঠন সমাহার-এর প্রতিষ্ঠাতা সভাপতি সালেহা আহমেদ।

ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পিছিয়ে যাওয়া দেশের প্রতিটি নারী ও শিশু যে স্বাবলম্বী হতে পারে সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তার জন্য দোয়া করবেন তিনি যেন এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত এইসব মানুষের পাশে থাকতে পেরে আনন্দিত অনুভব করছি। ভবিষ্যতেও আমার এলাকার মানুষের পাশে থাকব।'

Live TV

আপনার জন্য প্রস্তাবিত