1936
Published on সেপ্টেম্বর 28, 2020প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম শুভ জন্মদিন উপলক্ষে সাভারে সুবিধা বঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে ঢাকা জেলা যুবলীগ।
রবিবার বিকালে সাভারের পার্বতীনগর এলাকায় সুবিধা বঞ্চিত প্রায় ৩০ জন শিশু শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করেন ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএস মিজানুর রহমান মিজান।
ব্যক্তিগত উদ্যোগে ৩০ জন শিশু শিক্ষার্থীদের মাঝে প্রত্যেককে পাঁচ হাজার করে বৃত্তির টাকা প্রদান করা হয়। পরে বৃত্তি প্রদান শেষে এক আলোচনা সভায় ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএস মিজানুর রহমান মিজান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ঢাকা জেলা যুবলীগ নানা কর্মসূচি হাতে নিয়েছে।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসময় আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, যুবলীগ নেতা শেখ সাঈদ, যুবলীগ নেতা মনির পালোয়ান, আশুলিয়া থানা যুবলীগের সদস্য বাদল শেখসহ আরও অনেকে উপস্থিত ছিলেন